অনুষ্ঠান

আসন্ন ৫০ তম আকাশবৃত্তি বত্রিশ প্রহর মহোৎসবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

Posted on November 19, 2025 • 0 Views

আসন্ন ৫০ তম আকাশবৃত্তি বত্রিশ প্রহর মহোৎসবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন
চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎ঋষিকূল শিরোমণি শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের প্রতিষ্ঠিত আকাশবৃত্তি অবলম্বনে ৫০ তম আকাশবৃত্তি বত্রিশ প্রহর মহোৎসবের সুবর্ণ জয়ন্তী আগামী ১৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এ-উপলক্ষ্যে গত ১৬ নভেম্বর রবিবারে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আরোহন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, অদ্বৈত-অচ্যুত মিশন রামপুর শাখার নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিক পাড়া যুব সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী। ননী গোপাল ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি হিরন্ময় ধর, সহ-সভাপতি পলাশ ধর, সাধারণ সম্পাদক কৃষ্ণ ধর সহ-সাধারণ সম্পাদক রবি ধর, অর্থ সম্পাদক দোলন ধর, সহ-অর্থ সম্পাদক রিতেন ধর, সাংগঠনিক সম্পাদক রনি ধর, অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শ্যামদাশ ধর এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা আগামী ০৭ দিনব্যাপী অনুষ্ঠান মালায় সকল সনাতনী তথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।
ফটোকার্ড

Share this post